মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

আমার ভালবাসা part 1

কিভাবে শুরু করব বুঝতে পারছি না।তারপরও শুরু করলাম। 
আমি কখনো এসবের মধ্যে জরাতে চাইনি।আমি অনেক 
ভালবাসার সফলতা দেখেছি।আবার দেখেছি ভালবাসার করুন
পরিনতি।তাই সব সময় এসব থেকে দূরে থেকেছি।আমরা অনেক সময় বলে থাকি মানুষ যা চায়না তাই।হয়ত আমার বেলাতে তাই হয়েছে।আমি ওকে(প্রিয়াংকা) অনেক আগে থেকেই চিনতাম কিন্তু কখনো ওর প্রতি আমার কোন ফিলিংস ছিল না।আমার বন্দুরা যখন বলতো আসলে মালটা অসাধারন,আমি বলি  ও আমার ছাএী।ওরা বলে হুমায়ন আহমেদ তার মেয়ের বান্দ্ববী বিয়ে করতে পারলে আর তুই তোর ছাএীকে পারবি না।আর এমনতো না যে তুই প্রথম যে,তোর ছাএীর সাথে প্রেম করবি।এসব ঘটনা এখন প্রতিনিয়ত হচ্ছে।ওকে দেখার জন্য অনেক বন্দু লিটনের বাসায় যেত।ও লিটনের আত্নীয়।আমি কখনো যায়নি ।ভাবতাম ও আমার ছাএী।